চান্দিনা মেইল ডেস্কঃ কুমিল্লার চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলা সদরের পৌর এলাকার বেলাশ^র গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বেলাশ^র মধ্যপাড়ার মৃত আব্দুর রশিদ এর ছেলে আবুল কালাম (৩৫) এবং মহারং গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মো. হানিফ (২৭)। সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্প সূত্রে জানাযায়, গোয়েন্দাদের দেয়া গোপন তথ্যের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশের সহায়তায় বেলাশ^র মধ্যপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান পরিচালিত হয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭৫৫পিস ইয়াবা, ২৮টি মোবাইল, ১ লাখ ৬০ হাজার ৫শত টাকা জব্দ করা হয়। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান বিষয়টি নিশ্চিত করে জানান, চান্দিনা থানার এসআই এইচ.এম.এ. লতিফ বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে