Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৭:৪১ এ.এম

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নকল ও নিম্নমানের শিশু খাদ্য জব্দ

আবু সাঈদঃ কুমিল্লার চান্দিনায় বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ শত ৮১ কার্টুন ভেজাল ও নিম্নমানের শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে চান্দিনা উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রগতি ফুড এন্ড বেভারেজ লি. কোরপাই, চান্দিনা, কুমিল্লা নামের প্রতিষ্ঠান থেকে ২শত ৮১ কার্টুন অবৈধ, মানহীন নকল ও নিম্নমানের ম্যাংগো জুস ও লিচু ড্রিংস জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল ও পরিদর্শক (মেট) মো. হাফিজুর রহমান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে চান্দিনা পৌরসভা ডাম্পিং জোনে এসব শিশু খাদ্য ধ্বংস করা হয়। চান্দিনা থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন