সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চান্দিনা পৌরসভা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাহসী ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণে চান্দিনা পৌরসভায় একযোগে দোয়া মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চান্দিনা পৌরসভার অধীনস্থ সাতটি ওয়ার্ডের বিভিন্ন জামে মসজিদে আজ সোমবার (১ জুলাই) বাদ আসর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সেইসঙ্গে আহত ও পঙ্গুত্ব বরণকারী আন্দোলনকারীদের সুস্থতা এবং শহীদ পরিবারের জন্য কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, পৌরসভা সদস্য সচিব ইশতিয়াক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও ওয়ার্ডভিত্তিক দায়িত্বশীলদের যৌথ উদ্যোগে দোয়া মাহফিলের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠিত মসজিদসমূহের মধ্যে উল্লেখযোগ্য; চান্দিনা পশ্চিম বাজার জামে মসজিদ (১নং ওয়ার্ড), মহারং সাব রেজিস্ট্রি জামে মসজিদ, হারং সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, মোকামবাড়ি শাহী ইদগাহ জামে মসজিদ, চান্দিনা পাইলট স্কুল জামে মসজিদ, রারিরচর পুরাতন জামে মসজিদ, ছায়কোট প্রাইমারি স্কুল সংলগ্ন জামে মসজিদ, চান্দিনা ধানসিঁড়ি জামে মসজিদ।

এ আয়োজনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন যুগ্ম আহ্বায়ক ইরফান মুন্সি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব গাজী সোহান, সিনিয়র সংগঠক জাহিদ হাসান, ৬নং ওয়ার্ডের আহ্বায়ক হাসান আহমেদ, সদস্য সচিব মো. রুম্মান, পৌর সদস্য মো. রোমান, আব্দুল্লাহ নাবিল, শাফি ভূঁইয়া এবং সংশ্লিষ্ট ওয়ার্ডভিত্তিক নেতা-কর্মীরা।

অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকেরা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা বাস্তবায়নে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। বাংলাদেশ যেন বৈষম্য, দুর্নীতি ও নির্যাতনমুক্ত একটি রাষ্ট্রে পরিণত হয়—সে লক্ষ্যে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।

এ দোয়া মাহফিল শুধু শহীদদের স্মরণ নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ার শপথের প্রতিফলন বলেও মন্তব্য করেন অনেক অংশগ্রহণকারী।

See also  ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চান্দিনা পৌরসভা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

১ জুলাই ২০২৫, ১১:২০

বিশেষ প্রতিবেদকঃ 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাহসী ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণে চান্দিনা পৌরসভায় একযোগে দোয়া মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চান্দিনা পৌরসভার অধীনস্থ সাতটি ওয়ার্ডের বিভিন্ন জামে মসজিদে আজ সোমবার (১ জুলাই) বাদ আসর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সেইসঙ্গে আহত ও পঙ্গুত্ব বরণকারী আন্দোলনকারীদের সুস্থতা এবং শহীদ পরিবারের জন্য কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, পৌরসভা সদস্য সচিব ইশতিয়াক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও ওয়ার্ডভিত্তিক দায়িত্বশীলদের যৌথ উদ্যোগে দোয়া মাহফিলের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠিত মসজিদসমূহের মধ্যে উল্লেখযোগ্য; চান্দিনা পশ্চিম বাজার জামে মসজিদ (১নং ওয়ার্ড), মহারং সাব রেজিস্ট্রি জামে মসজিদ, হারং সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, মোকামবাড়ি শাহী ইদগাহ জামে মসজিদ, চান্দিনা পাইলট স্কুল জামে মসজিদ, রারিরচর পুরাতন জামে মসজিদ, ছায়কোট প্রাইমারি স্কুল সংলগ্ন জামে মসজিদ, চান্দিনা ধানসিঁড়ি জামে মসজিদ।

এ আয়োজনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন যুগ্ম আহ্বায়ক ইরফান মুন্সি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব গাজী সোহান, সিনিয়র সংগঠক জাহিদ হাসান, ৬নং ওয়ার্ডের আহ্বায়ক হাসান আহমেদ, সদস্য সচিব মো. রুম্মান, পৌর সদস্য মো. রোমান, আব্দুল্লাহ নাবিল, শাফি ভূঁইয়া এবং সংশ্লিষ্ট ওয়ার্ডভিত্তিক নেতা-কর্মীরা।

অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকেরা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা বাস্তবায়নে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। বাংলাদেশ যেন বৈষম্য, দুর্নীতি ও নির্যাতনমুক্ত একটি রাষ্ট্রে পরিণত হয়—সে লক্ষ্যে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।

এ দোয়া মাহফিল শুধু শহীদদের স্মরণ নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ার শপথের প্রতিফলন বলেও মন্তব্য করেন অনেক অংশগ্রহণকারী।

See also  চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার