Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৪:৩৯ এ.এম

মুরাদনগরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল

চান্দিনা মেইল অনলাইনঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক গৃহবন্দী নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের শহীদ মিয়ার ছেলে ফজর আলী (৩৮)। ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী পাঁচ বছর ধরে প্রবাসে অবস্থান করছেন। কিছুদিন আগে তিনি হোমনা উপজেলার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। ঘটনার রাতে, আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে, তার বাবা-মা ঘরের বাইরে ছিলেন। এই সুযোগে অভিযুক্ত ফজর আলী ঘরের দরজায় এসে ডাকাডাকি শুরু করেন। নারী দরজা খুলতে অস্বীকৃতি জানালে, ফজর আলী কৌশলে ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ফজর আলীকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং সেই মুহূর্তের একটি ভিডিও ধারণ করে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই নারী জানান, পারিবারিক পরিচয়ের সূত্র ধরে ফজর আলী তাদের বাড়িতে যাতায়াত করতেন এবং পূর্বে টাকা ধার দেওয়া নিয়েও তাদের মধ্যে সম্পর্ক ছিল। পরদিন ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, মামলার পরপরই পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে। বর্তমানে ফজর আলী পলাতক রয়েছেন। তাকে...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন