Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৮:৩৩ এ.এম

মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেফতার

চান্দিনা মেইল অনলাইনঃ  কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর ওপর সংঘটিত আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে, ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে গত শুক্রবার (২৭ জুন) মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তার অভিযোগ, ২৬ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান গণমাধ্যমকে জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে ফজর আলী একজন প্রবাসীর ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে এবং এলাকাবাসীর হাতে আটক ও প্রহৃত হন। পরবর্তীতে আহত অবস্থায় তিনি পালিয়ে যান। এসময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি ভিকটিমের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও ছড়ানোর অভিযোগে ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ভিকটিম দুই সন্তানের জননী। তার স্বামী দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত। অভিযুক্ত ফজর আলী মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। মামলাটি বর্তমানে পুলিশের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে এবং আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন