Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ২:৩১ পি.এম

বড় ভাইয়ের দেনার দায়ে মামলা, চাপ সইতে না পেরে কৃষকদল নেতার আত্মহত্যা

চান্দিনা মেইল অনলাইনঃ  কুমিল্লার চান্দিনা উপজেলায় পাওনা টাকা পরিশোধ না করায় বড় ভাইয়ের দায় ছোট ভাইয়ের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই চাপে আত্মহত্যা করেছেন এক কৃষকদল নেতা—এমন অভিযোগ করেছেন তার পরিবার ও স্থানীয়রা। মারা যাওয়া ওই ব্যক্তির নাম মাহবুব আলম রুবেল (৪১)। তিনি চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি ছিলেন। শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, মাহবুব আলম রুবেলের বড় ভাই মফিজ ২০১৬ সালে স্থানীয় বিএনপি নেতা গাজী হাসান মাহমুদ হানিফের কাছ থেকে মাছের খাদ্যের টাকা গ্রহণ করেন। পরে পারিবারিক কারণে মফিজ বরগুনায় চলে যান এবং ২০২৪ সালের আগস্টে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মফিজ মারা যাওয়ার পর পাওনা টাকা আদায়ে হানিফ ছোট ভাই রুবেলের নামে আদালতে মামলা দায়ের করেন। নিহতের স্ত্রী জানান, বিগত ১৫ দিন ধরে মামলার পাশাপাশি আরও একটি মামলার হুমকি দিয়ে হানিফ তার স্বামীকে মানসিকভাবে চাপ দিয়ে আসছিলেন। বাজারে খাবার সংকট, বাড়ির বাইরে যেতে না পারা, এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় রুবেল চরম মানসিক বিপর্যয়ের মধ্যে ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন তিনি। পরবর্তীতে তাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের মোবাইলে একটি কল রেকর্ড পাওয়া...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন