Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৭:১১ এ.এম

“চান্দিনায় সমাজচ্যুতকে কোরবানির মাংস দেয়ায় সমাজপতির লঙ্কাকান্ড” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিবেদকঃ ‘চান্দিনায় সমাজচ্যুতকে কোরবানির মাংস দেয়ায় সমাজপতির লঙ্কাকান্ড’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাড়েরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওই ইউনিয়নের টাটেরা গ্রামের সমাজ প্রধান আলী আহাম্মদ। রবিবার (২২ জুন) সন্ধ্যায় চান্দিনা উপজেলা সদরের হাই স্কুল মাকের্টে সাংবাদিকদের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আলী আহাম্মদ জানান- আমি বাড়েরা ইউনিয়নের দীর্ঘ ২৫ বছর ওয়ার্ড মেম্বার ও তিন বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করি এবং এলাকার দীর্ঘদিন সামাজিকতা করে আসছি। গত ২১ ও ২২ জুন ২০২৫ইং তারিখে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চান্দিনায় সমাজচ্যুতকে কোরবানির মাংস দেয়ায় সমাজপতির লঙ্কাকান্ড!’ এই শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। কোরবানীর মাংস বিতরণের বিষয়টি নিয়ে একটি পক্ষ সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে ভুলভাবে সংবাদটি পরিবেশন করা হয়েছে। প্রকৃত পক্ষে- আমাদের টাটেরা গ্রামে বহু বছর ধরে সামাজিকভাবে কোরবানীর মাংস বিতরণের একটি প্রথা প্রচলিত আছে। আমরা গ্রামের দুঃস্থ ও দরিদ্র মানুষদেরকে গরু প্রতি ভাগ করে দেই। যাতে সকল দুঃখী মানুষ ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানীর মাংস প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। সেই প্রথা অনুযায়ী টাটেরা গ্রামের মৃত মনিরুল ইসলাম এর ছেলে ইব্রাহীম খলিল কে ৩ জন দুঃস্থ ও দরিদ্র মানুষকে কোরবানীর মাংস দেয়ার জন্য সামাজিকভাবে অনুরোধ করা হয়। ৭ জুন (শনিবার) কোরবানীর পর সে সামাজিকভাবে নির্ধারিত ৩ জনের স্থলে তার জেঠাতো ভাই আবদুল হালিমকেও মাংস...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন