ছালাউদ্দিন রিপনঃ কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশারফ হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ জুন) বাদ যোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দুই দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, আগাম নির্বাচনের প্রস্তুতি ও ইসলামী মূল্যবোধের আলোকে আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করেন। সভায় দুই দলের প্রার্থীরা একমত হন যে, কেন্দ্রীয়ভাবে যদি ইসলামী রাজনৈতিক জোট গঠিত হয়, তাহলে চান্দিনা আসনে ইসলামী দলের পক্ষে একক প্রার্থী নির্ধারণ করা হবে। অর্থাৎ স্থানীয় পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে একক ব্যানারে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা হবে, যাতে করে ইসলামী ভোট বিভক্ত না হয় এবং একটি ভোটের বাক্সেই সকল ইসলামপন্থী শক্তি একত্র হয়। সভায় জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ আসনের সম্ভাব্য প্রার্থী ও চান্দিনা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা সেক্রেটারি মোঃ আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সভাপতি জনাব সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী, উপজেলা সভাপতি মাওলানা খাইরুল ইলাম ফরাজী, সহ-সভাপতি মাওলানা মারুফ হোসাইন ও মুফতী ইসমাইল হোসাইন, সেক্রেটারি মাওলানা কামাল উদ্দীন ভুঁইয়া, সংগঠনিক সম্পাদক মাওলানা কামল হোসাইন ফরাজী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আ ম ম...