ছালাউদ্দিন রিপন- সদ্যঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – চান্দিনা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মেহেদী হাসান সিয়াম দলীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মেহেদী হাসান সিয়াম বলেন, "কমিটি গঠনের পূর্বেই আমি এই দলটির সঙ্গে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ ও আশাবাদ ব্যক্ত করেছিলাম। আমি বিশ্বাস করতাম এনসিপি একটি ন্যায়ের পক্ষে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা পরিবর্তনমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাবে।" তবে সম্প্রতি গঠিত কমিটির কিছু নেতৃবৃন্দের কর্মকাণ্ডে গভীর হতাশা প্রকাশ করে তিনি জানান, এইসব কর্মকাণ্ড দলটির ঘোষিত আদর্শ ও নীতিমালার পরিপন্থী। তিনি বলেন, “কিছু ব্যক্তি প্রকাশ্যে ও অপ্রকাশ্যে যেসব কাজ করছেন, তা শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং পুরো দলের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করছে।” তিনি আরও বলেন, “আমি সবসময়ই বিশ্বাস করি, আদর্শের সঙ্গে আপস করে কোনো রাজনৈতিক কর্মসূচি জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। সেই বিশ্বাস থেকেই আমি সজ্ঞানে, স্পষ্টভাবে এবং সম্মানের সঙ্গে এই কমিটি থেকে পদত্যাগ করছি।” এ সময় তিনি জানান, ভবিষ্যতেও তিনি রাজনীতি করতে চান, তবে তা হবে ন্যায়, স্বচ্ছতা ও জনঅধিকারের পক্ষে। ব্যক্তিগতভাবে তিনি তার ছাত্রজীবনের প্রিয় সংগঠন “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”-এর সঙ্গেই যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, মেহেদী হাসান সিয়াম দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে শিক্ষার্থীদের অধিকার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।