Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ১০:৫৮ পি.এম

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ

চান্দিনা মেইল অনলাইনঃ  আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সাইফুল ইসলাম শহীদকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল মাওলান এটিএম মাসুম এ আসনে মনোনীত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন। সাইফুল ইসলাম শহীদ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়াও দেবিদ্বার পৌরসভার মেয়র পদে মরিচাকান্দা এলাকার বাসিন্দা অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়ার নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এটিএম মাসুম। এসময় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে জামায়াত মনোনীত উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থী ও ১টি পৌরসভায় মেয়র প্রার্থীরসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন। সংসদ সদস্য মনোনিত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম যে আস্থা নিয়ে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আমি যেন সেই আস্থা ও বিশ্বাস রাখতে পারি সে জন্য সকলের নিকট দোয়া চাই। আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ একটি স্বচ্ছ ও সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছে। আমার ওপর মানুষের যে হক ও আমানত রয়েছে আমি যেন তা সঠিকভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি।’

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন