Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৫, ৯:৪৪ পি.এম

চান্দিনায় সমাজচ্যুতকে কোরবানির মাংস দেয়ায় সমাজপতির লঙ্কাকান্ড!

আবু সাঈদঃ কুমিল্লার চান্দিনায় আপন জেঠাতো ভাইকে কোরবানির মাংস দেয়ায় লঙ্কাকান্ড ঘটান কথিত সমাজ প্রধান আলী আহাম্মদ। ওই সমাজপতির বেঁধে দেয়া নিয়মের বাহিরে গিয়ে কোরবানির মাংস বিতরণ করায় রোষানলে পড়ে কোরবানিদাতার বাড়ি-ঘর ভাঙচুর করে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাড়েরা ইউনিয়নের টাটেরা গ্রামের রেনু মুহুরীর বাড়িতে। ওই গ্রামের উত্তরপাড়া এলাকার সমাজপতি আলী আহাম্মদ এর বিরুদ্ধে ওই অভিযোগ উঠে। ভূক্তভোগী ইব্রাহীম খলিল ওই গ্রামের মৃত মনিরুল ইসলাম এর ছেলে। কোরবানি ঈদের পরদিন থেকে অদ্যবধি ২০ জুন (শুক্রবার) পর্যন্ত বাড়িছাড়া ইব্রাহীম খলিল এর পরিবার। কুমিল্লার চান্দিনায় সমাজ প্রধানের করে দেওয়া নিয়মে কোরবানির মাংস বিতরণ না করায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে সমাজ প্রধান ও তার দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ১১দিনেও আইনগত কোন ব্যবস্থা না নেওয়ায় গ্রাম ছাড়া ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ৯ জুন ভুক্তভোগী ইব্রাহীম খলিল বাদী হয়ে সমাজ প্রধান আলী আহাম্মদ (৬৮), তার দুই ছেলে ফয়েজ আহাম্মদ প্রকাশ সোহেল (৪০) ও ফিরোজ আহাম্মদ (৩৭) সহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামী করে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। ভূক্তভোগী ইব্রাহীম খলিল জানান- সমাজের মসজিদে নামাজ না পড়ার অজুহাতে সমাজ প্রধান আলী আহাম্মদের সিদ্ধান্তে বিগত ৪ বছর পূর্বে আমার জেঠাতো ভাই আব্দুল হালিমকে সমাজচ্যুত করা হয়। সেই থেকেই হতদরিদ্র হালিম কোরবানির মাংস থেকে বঞ্চিত। প্রতিবছরই আমার কোরবানির...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন