আবু সাঈদঃ কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়কটি দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় প্রায় ১২ কিলোমিটার পাকা সড়কই এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে ওই সড়কে চলাচলকারী চান্দিনা, কচুয়া ও বরুড়া উপজেলার যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। রসুলপুর বাজার, মহিচাইল বাজার, নবাবপুর বাজার, কাশিমপুর, নিশ্চিন্তপুর, জামিরাপাড়া, ছেঙ্গাছিয়া এলাকা সহ বেশ কিছু স্থানে বড় গর্ত হয়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বর্ষণে এই সমস্যা আরও প্রকট হয়েছে। জিরুআইশ অংশে সড়কের কালভার্ট ভেঙে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ মানুষ, কর্মজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু তারপরও ঝুঁকি নিয়েই ওই সকল সড়কে যানবাহন চলাচল করছে। এদিকে বুধবার (১৮ জুন) সকালে ওই সড়কে বড় আকারের গর্তের কারণে একটি মালবাহী ট্রাক উল্টে গিয়ে মহিচাইল ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীরে ধাক্কা দেয়। এতে পরিষদের সীমানা প্রাচীর সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে সড়ক ভাঙার অজুহাতে এক শ্রেণির অসাধু সিএনজি অটোরিক্সা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকা, ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, এই সড়কটি জনগুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন রুটের প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। দীর্ঘদিন যাবত মেরামত না করায় সড়কটি এখন ঝুঁকিপূর্ণ। মাধাইয়া-নবাবপুর সড়কের সিএনজি চালক আকাশ, কামাল, রিপন সহ আরও কয়েকজন চালকের সাথে...