ছালাউদ্দিন রিপনঃ জাতীয় নাগরিক কমিটি- এনসিপি'র চান্দিনা উপজেলার সমম্বয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ জুন) জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩ মাসের জন্য ওই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আবুল কাশেম অভি কে প্রধান সমম্বয়কারী মেহেদী হাসান সিয়াম, ফারহানা ইয়াসমিন, জাহিদ হাসান সবুজ, মোঃ আবুল বাসার যুগ্ম সমম্বয়কারী করা হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে হালিমা বেগম, কুলছুমা বেগম, লোকমান হোসেন সানু, সবুজ আহমেদ, রাসেল আহমেদ, ফয়েজ আহমেদ ফয়েজ, রমজান আহাম্মদ, শাকিল আহমেদ ও গাজী আলাউদ্দিন কে রাখা হয়েছে৷