বিশেষ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার অধীনে ২০২৫-২৬ সেশনের জন্য ১৮ সদস্য বিশিষ্ট মহিলা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় এক সভায় আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে মুয়াল্লিমা হিসেবে দায়িত্ব পেয়েছেন আলেমা নাসরিন আক্তার। সহ-মুয়াল্লিমা নির্বাচিত হয়েছেন মোসাঃ রাবেয়া আক্তার এবং সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মোসাঃ ফাতেমা আক্তার। ইউনিটটির অন্যান্য সদস্যদের মধ্যেও রয়েছেন চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইসলামী আন্দোলনের দাওয়াতি ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত সক্রিয় নারীরা। কমিটি গঠনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত নারী নেতৃত্বকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান এবং দোয়া ও শুভকামনা জানান। উল্লেখ্য, নারী সমাজের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া, সমাজ সংস্কার এবং ইসলামী আদর্শে নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের ইউনিট কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।