Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৫, ৯:১৫ এ.এম

বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

চান্দিনা মেইল অনলাইনঃ  বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সাবেক নির্বাচন কমিশনার, কমিশন সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ জুন) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের নিয়মিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি। বৈঠকে প্রফেসর ইউনূস বলেন, “বিগত বিতর্কিত নির্বাচনগুলোর পেছনে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের জবাবদিহির আওতায় আনা সময়ের দাবি। সত্য উদঘাটনে একটি নিরপেক্ষ তদন্ত জরুরি। এ বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে কমিশনের চলমান কাজ, বিশেষ করে "জুলাই সনদ" প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, “বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতোমধ্যেই ঐকমত্য হয়েছে। আমরা আশাবাদী, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী আলোচনার পর জুলাইয়ের মধ্যেই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা তাঁর সদ্যসমাপ্ত যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংস্কার প্রক্রিয়া নিয়ে গভীর আগ্রহ লক্ষ্য করেছি। বিশেষ করে ছাত্রসমাজ বিস্তারিত জানতে চেয়েছে এবং গঠনমূলক পরামর্শ দিয়েছে। সবার একটাই প্রশ্ন—‘আমরা কি আগামী নির্বাচনে ভোট দিতে পারব?’ এ প্রশ্নের উত্তর দিতে হলে...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন