বিশেষ প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক যুবককে আটক করে তাৎক্ষণিকভাবে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জুন) দুপুরে ০৯ নং মাইজখার ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পানিপাড়া গ্রামে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোহাম্মদ সুজন (৩৫), পিতা মৃত- বশির কে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে মাদকসেবনে জড়িত। তিনি মাদকাসক্ত অবস্থায় প্রায়ই পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন, ঘরের জিনিসপত্র ভাঙচুর ও হুমকি প্রদান করতেন। সম্প্রতি তিনি মাদকাসক্ত অবস্থায় তার দাদার দেওয়া একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেন। এসব নির্যাতনের কারণে তার আপন দাদা, চাচা ও চাচাতো ভাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোহাম্মদ সুজনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানান, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন চলছে।