Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ১২:০৫ এ.এম

দোল্লাই নবাবপুরে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষের জেরে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৬

বিশেষ প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে ৩ জনসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করে। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর বাজার সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার জরুন্ডা ব্রিকস ফিল্ড থেকে ইট বহনকারী একটি ট্রাক্টর নবাবপুর-কাদুটি আঞ্চলিক সড়কের লেবাস এলাকায় এসে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ছানাউল্লাহ ও আরোহী বশির সামান্য আহত হন। ঘটনার পর লেবাস গ্রামের ইউপি সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন এবং ট্রাক্টর চালকের কাছে ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার টাকা জরিমানা ধার্য করেন। সন্ধ্যায় ট্রাক্টর চালক সেই অর্থ পরিশোধও করেন। তবে মোটরসাইকেল চালক ও আরোহী নিজেদের গ্রামের (কৈকরই) লোকজনকে ডেকে এনে ট্রাক্টরের সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবিতে হট্টগোল শুরু করে এবং ট্রাক্টর আটকিয়ে রাখে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামের মধ্যে। লেবাস গ্রামের বাসিন্দারা বিষয়টি নিজেদের এলাকায় সমাধান হয়ে যাওয়ার পরেও কৈকরই গ্রামের লোকজনের 'অতিরিক্ত চাপ' মেনে নিতে পারেননি। এর জেরে রাত সাড়ে ৯টার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লেবাস গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. শাকিব...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন