Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ১১:২১ পি.এম

চান্দিনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বিশেষ প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কানন-কে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাজহারুল হক (মাছুম) পাঠান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় ওই প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের হাতে পৌঁছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা (উত্তর) এর সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা'র সিদ্ধান্ত অনুমোদনে চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কানন-কে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। এবিষয়ে চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কানন বলেন- স্থানীয় কতিপয় দুষ্কৃতিকারী আমার আপন ভাগিনাকে আটক করে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চাঁদা দাবী করে এবং তাকে মারধর করে। খবর পেয়ে আমি তাদের কবল থেকে তাকে উদ্ধার করি। তাদের মধ্যে একজন একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। কিন্তু আমার ভাগিনাকে কোন আইন শৃঙ্খলা বাহিনী আটক করেনি যে আমি তাকে ছাড়িয়ে নিয়েছি। দল থেকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি আরও জানান- দলীয় কোন সাবেক নেতার বিরুদ্ধে...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন