Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ৮:৫৩ পি.এম

চান্দিনায় ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক

ছালাউদ্দিন রিপন: কুমিল্লার চান্দিনায় ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কুরুচিপূর্ণ ছবি পোস্ট করার অভিযোগে ইন্দ্রজিৎ কুমার সাহা (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ইন্দ্রজিৎ দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের বাসিন্দা। তিনি ফেসবুকে ‘Shiva Saha’ নামের একটি আইডি ব্যবহার করে নিয়মিতভাবে ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। মামলার বাদী মেহেদী হাসান সিয়াম জানান, গত ১৯ মে ২০২৫, রবিবার দুপুরে তিনি ফেসবুকে স্ক্রল করার সময় ‘Shiva Saha’ নামক একটি আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি দেখতে পান। একই পোস্টে কাবা শরীফ সম্পর্কেও অবমাননাকর ছবি ও মন্তব্য ছিল, যা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করে। পরে মেহেদী হাসান ও স্থানীয় কয়েকজন শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। আজ (১২ জুন বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টার দিকে চান্দিনা পৌরসভার গোবিন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থানকালে অভিযুক্ত ইন্দ্রজিৎ কুমার সাহাকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করা হয়। আটকের পর স্থানীয় জনতা বিষয়টি জানতে পেরে উত্তেজিত হয়ে তাকে মারধর করে। পরে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইন্দ্রজিৎকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, "ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যেকোনো কর্মকাণ্ডকে আমরা অত্যন্ত গুরুত্ব...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন