Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৫, ১২:২১ এ.এম

চান্দিনা পাবলিকিয়ান এসোসিয়েশনের প্রথম কার্যকরী সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

তাসনীম আলমঃ চান্দিনা পাবলিকিয়ান এসোসিয়েশনের প্রথম কার্যকরী সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল সোমবার (৯ জুন) চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের এই শুভ সূচনাটি ছিল প্রাণবন্ত, উৎসাহব্যঞ্জক ও গঠনমূলক আলোচনায় পরিপূর্ণ। সভার শুরুতেই প্রধান অতিথি ও ছাত্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান এসোসিয়েশনের সভাপতি মো: জাহিদ হাসান ভূঁইয়া। এরপর শুরু হয় মূল কার্যকরী সভা, যেখানে এসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা, কাঠামো, কার্যক্রম এবং সামাজিক অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং আন্তরিক মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। আলোচনায় উঠে আসে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, এবং তরুণ প্রজন্মের নেতৃত্বে গঠিত একটি দায়িত্বশীল সংগঠন গড়ে তোলার অঙ্গীকার। কার্যক্রমের শেষ পর্বে, প্রধান অতিথির নেতৃত্বে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মকে একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গঠনে উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়। আয়োজকরা জানান, চান্দিনা পাবলিকিয়ান এসোসিয়েশন ভবিষ্যতে শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও পরিবেশ রক্ষাসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করবে। এই আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের যাত্রা শুরু হলো দৃঢ় প্রত্যয় ও দায়িত্বশীলতার মাধ্যমে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন