সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

ঈদ উপলক্ষে চান্দিনায় সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকানপাট স্থাপন ও যানবাহনের যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্ট দীর্ঘদিনের যানজট নিরসনে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে রাস্তা দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান চলাকালে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সড়ক পরিবহন আইনসহ বিভিন্ন আইনে দায়ী করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আল নুর। অভিযানে সার্বিক সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, বাংলাদেশ আনসার এবং হাইওয়ে পুলিশের একটি টিম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ লাঘব ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রমে জনসাধারণের ভোগান্তি অনেকাংশে কমবে।

 

See also  চান্দিনায় হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে ‘লাইটার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

ঈদ উপলক্ষে চান্দিনায় সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৫ জুন ২০২৫, ৪:২৫

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকানপাট স্থাপন ও যানবাহনের যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্ট দীর্ঘদিনের যানজট নিরসনে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে রাস্তা দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান চলাকালে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সড়ক পরিবহন আইনসহ বিভিন্ন আইনে দায়ী করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আল নুর। অভিযানে সার্বিক সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, বাংলাদেশ আনসার এবং হাইওয়ে পুলিশের একটি টিম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ লাঘব ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রমে জনসাধারণের ভোগান্তি অনেকাংশে কমবে।

 

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই