চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে রাশিদা আক্তার (২২) নামের এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ জুন) দুপুরে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে কাশিমপুর গ্রামের সিএনজি চালক আরিফ হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশিদা আক্তার। দাম্পত্য জীবনের শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও সম্প্রতি মোবাইল ফোনে পরকীয়ার সন্দেহে শুরু হয় পারিবারিক কলহ। অভিযোগ রয়েছে, এ নিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা রাশিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন সকালে স্বামী আরিফ হোসেনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে প্রতিবেশীরা জানান। এর কিছুক্ষণ পর দুপুরে স্বামীর বসত ঘরে ওড়না দিয়ে তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাশিদা। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।