চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়ায় রূপমেলা বস্ত্র বিতানের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৩ জুন) বিকালে মাধাইয়া মধ্য বাজার সাহা সুপার মার্কেটে দোয়া ও মুনাজাত এর মাধ্যমে বস্ত্র বিতানটি উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন - সাহা সুপার মার্কেটের মালিক চন্দন কুমার সাহা, চান্দিনা উপজেলা যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রূপমেলা বস্ত্র বিতানের স্বতাধীকারী কেএম জামাল, ব্যবসায়ী কাজী ইকবাল হোসেন, মো. মোরশেদ আলম নাবু, মো. খোরশেদ আলম, মো. কামাল মুন্সী, আবদুস সালাম, কে এম আলমগীর হোসেন, মো.আলম হোসেন, আজহারুল ইসলাম উজ্জ্বল, মো. গিয়াস উদ্দিন, কনক আচার্য প্রমুখ। প্রতিষ্ঠানটিতে নারী-পুরুষ ও বাচ্চাদের বিভিন্ন পোশাক ও থান কাপড় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করা হবে।