স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মতো কুমিল্লার চান্দিনা উপজেলাতেও জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে একটানা বৃষ্টিপাতের কারণে হাটগুলোতে এখনও আশানুরূপ ক্রেতার উপস্থিতি দেখা যাচ্ছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন গরু ব্যবসায়ী, খামারি ও কৃষকরা। চান্দিনার ছায়কোট, মাধাইয়া, এতবারপুর, রামমোহন, দোল্লাই নবাবপুরসহ বিভিন্ন এলাকায় বসেছে অস্থায়ী ও নিয়মিত পশুর হাট। এসব হাটে স্থানীয় খামারি ও কৃষকদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা—পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ নানা অঞ্চল থেকে আনা হয়েছে বিভিন্ন জাতের গরু। বাজারজুড়ে শাহীওয়াল, ফ্রিজিয়ান, দেশি জাতের ষাঁড়, মহিষ ও ছাগলের আধিক্য দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, গরুর সরবরাহ পর্যাপ্ত হলেও টানা বৃষ্টির কারণে হাটে ক্রেতার সংখ্যা কম। অনেক ক্রেতা কাদা ও পানিতে চলাচলের ভোগান্তি এড়াতে হাটে এসে ফিরে যাচ্ছেন। ফলে প্রত্যাশামতো বিক্রি হচ্ছে না, যা ব্যবসায়ীদের মধ্যে ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। পাবনা থেকে আসা বিক্রেতা মো. শামসুল হক বলেন, “প্রতি বছর চান্দিনার হাটে ভালো বিক্রি হয়। কিন্তু এবার বৃষ্টির কারণে ক্রেতা কম। গরু খাওয়ানো ও রাখার খরচ বেড়েছে, কিন্তু বিক্রি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।” একই উদ্বেগ জানিয়েছেন স্থানীয় খামারি আবু তাহের। তিনি বলেন, “বছরের পর বছর গরু লালন-পালন করি কোরবানির মৌসুমে বিক্রির জন্য। কিন্তু যদি বৃষ্টির কারণে ক্রেতা না আসে, তাহলে বড় ধরনের লোকসান হবে।” অন্যদিকে, ক্রেতাদের মধ্যে দেখা গেছে ভিন্নচিত্র। অনেকেই বলছেন, এ বছর গরুর দাম অন্যান্য বছরের তুলনায় তুলনামূলকভাবে কম। তারা আশা করছেন, অল্প...