
বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার প্রচার ও মিডিয়া উপকমিটি গঠন সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার (০২ জুন) বাদ যোহর উপজেলা দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই উপকমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ফরাজী। দলীয় প্রচার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই উপকমিটি গঠন করা হয়।
সাত সদস্য বিশিষ্ট গঠিত উপকমিটিতে মুফতী সাইফুল ইসলাম সিরাজীকে তত্ত্বাবধায়ক এবং দাওয়াহ ও প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহদী হাসানকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এছাড়াও উপকমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জোবায়ের খান ফরাজী (সমন্বয়কারী), হাফেজ ইসমাইল খান (সহ-সমন্বয়কারী), মুহাম্মদ আব্দুল হাকিম, মুহাম্মদ খাইরুল ইসলাম এবং মারুফ আহমেদ—যাঁরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় দলীয় প্রচার ও মিডিয়া কার্যক্রমকে উপজেলা পর্যায়ে সুসংগঠিতভাবে পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 










