সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

কুমিল্লায় ভূয়া মুক্তিযুদ্ধা অভিযোগ ওঠা ৩১ জনের সনদ যাচাইয়ে শুনানি আজ

বিশেষ প্রতিনিধিঃ

ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এরই অংশ হিসেবে আজ রোববার (২ জুন) কুমিল্লা সার্কিট হাউজে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপের শুনানি। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৩১ জন মুক্তিযোদ্ধা সনদধারীর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

জেলা প্রশাসনের মাধ্যমে আগেই সংশ্লিষ্টদের শুনানিতে অংশ নিতে চিঠি দিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। শুনানিতে অংশ নিচ্ছেন অভিযোগকারী, অভিযুক্ত ব্যক্তি বা তাদের স্বজন, স্থানীয় প্রবীণ ব্যক্তি এবং সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের প্রতিনিধিরা। প্রত্যেককে মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনা ও প্রমাণাদি উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।

জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন জানান, “ঢাকায় বসে কারো মুক্তিযোদ্ধা সনদ যাচাই করা সম্ভব নয়। এজন্যই আমরা মাঠ পর্যায়ে এসে যাচাইয়ের উদ্যোগ নিয়েছি। আজ কুমিল্লায় যাচ্ছি, যেখানে প্রত্যক্ষ সাক্ষ্য ও তথ্যপ্রমাণ বিশ্লেষণ করা হবে।”

জামুকা সদস্য খ. ম. আমীর আলী বলেন, “সব সরকার এসে শুধু সনদ দিয়েছে। কিন্তু কে প্রকৃত মুক্তিযোদ্ধা, তা কখনো খতিয়ে দেখা হয়নি। আমরা সেই কাজটাই করছি, যাতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, সারা দেশে প্রায় ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। তবে জামুকার অভ্যন্তরীণ হিসাবে এই সংখ্যা ১ লাখ ২২ হাজার ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫০ জন। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন প্রায় ৮৯ হাজার ২৩৫ জন।

গত ১৫ বছরে গেজেট বাতিল হয়েছে ৩ হাজার ৯২৬ জনের। ১২ বছর ৬ মাস বয়সের কম হওয়ায় ২ হাজার ১১১ জনের সনদ বাতিল হয়েছে। যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে আরও হাজারো অভিযোগ।

কুমিল্লায় অভিযোগ ওঠা যে ৩১ জনের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে তারা হলেন ১. মো. সিরাজুল ইসলাম, পিতা-মৃত রহমত আলী, গ্রাম-কোয়ার, ডাকঘর-চানপাও, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬৪০৪;
২. মো. সিরাজুল ইসলাম, পিতা-মৃত জমির উদ্দিন, গ্রাম-বাংলাপাহ, ডাকঘর-খিরন শালা বাজার, উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা,

See also  হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বেসামরিক গেজেট নং-৬৬৪৯; ৩. মো. পেয়ার মিয়া, পিতা-মৃত মুন্সি মিয়া, গ্রাম-মেষতুলি, ডাকঘর-মেষতুলি, উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৭৬০৪; ৪. মো. হাবিবুর রহমান, পিতা-মৃত রেহান উদ্দিন, গ্রাম-মেষতুলি, ডাকঘর-উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৫৮৬৮; ৫. মো. আব্দুর রহিম, পিতা-মৃত আবিদ আলী, গ্রাম-পূর্ব ধারঘর, ডাকঘর-রায়কোট, উপজেলা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-২০৬৪; ৬. মো. আব্দুল কাদের, পিতা-মৃত আ. হামিদ, গ্রাম-চেংগাঁচাল, ডাকঘর-আড্ডাবাজার, উপজেলা-বরুড়া, জেলা-কুমিল্লা।

বেসামরিক গেজেট নং-৮৪৪; ৭. মো. ওয়াহিদুর রহমান, পিতা-মৃত আলী আজম, গ্রাম-যশপুর, ডাকঘর মেষতুলি, উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা; ৮. মো. জব্বার আলী, পিতা-মৃত আলীমুদ্দিন, গ্রাম-দারোরা, ডাকঘর-দারোরা, উপজেলা- চান্দিনা, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৭০২৮; ৯. আব্দুল হামিদ, পিতা-মৃত ছাদেকুর রহমান, গ্রাম-মিশ্রী কাজী বাড়ী, ডাকঘর-লাকসাম, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৭৪৬৭; ১০. মো. রমজান আলী, পিতা-মৃত রৌশন আলী, গ্রাম-শ্রীপুর, ডাকঘর-লাকসাম, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৭৫৬৬; ১১. মো. নুরুল হক মজুমদার, পিতা-মৃত শামসুল হক মজুমদার, গ্রাম-পোলইয়া, ডাকঘর-ইকবালনগর, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬৫৫৬; ১২. বিনোদ বিহারী, পিতা-মৃত জগবন্ধু সাহা, গ্রাম-পশ্চিমগাঁও, ডাকঘর-পশ্চিমগাঁও, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা,

বেসামরিক গেজেট নং-৬৪৭৯; ১৩. মো. শহিদ উল্লাহ, পিতা-মৃত আজিজ উল্লাহ, গ্রাম-নরপাটি, ডাকঘর-ডোমবাড়িয়া, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬২৩৪; ১৪. ডা. ফয়েজ আহম্মদ, পিতা-মৃত হাজী আছমত আলী, গ্রাম-কমড্ডা, ডাকঘর-আউসনপাড়া, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬৭৬২; ১৫. বশিরুল আনোয়ার, পিতা-মৃত বালাগাত উল্যাহ, গ্রাম-বড়তুপা, ডাকঘর-বুরিয়াবিষ্ণুপুর, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬৩৪২; ১৬. মোমতাজ উদ্দিন, পিতা-মৃত রজব আলী, গ্রাম-অশ্বতলা, ডাকঘর-পশ্চিমগাঁও, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬২২৫; ১৭. মোহাম্মদ জব্বার আলী, পিতা-মৃত আলীমুদ্দিন, গ্রাম-পদুয়া, ডাকঘর-দারোরা বাজার, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা; ১৮. মো. মোবারক হোসেন, পিতা-মৃত আব্দুর রহমান, গ্রাম-কাচারীকাান্দি, ডাকঘর-হোমনা, উপজেলা-হোমনা, জেলা-কুমিল্লা,

বিমানবাহিনী গেজেট নং-৮৩৫; ১৯. মো. আবুল কাশেম প্রধান, পিতা-মৃত আব্দুর রাজ্জাক, গ্রাম-রামপুর, ডাকঘর-দরিচর, উপজেলা-হোমনা, জেলা-কুমিল্লা, গেজেট নং-৩০৭৪; ২০. হেলেনা বেগম, পিতা-আব্দুর রশিদ, গ্রাম-চান্দলাহুড়ারপাড়, ডাকঘর-চান্দলা, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা: কুমিল্লা, গেজেট নং-৫২০৩; ২১. মো. রব্বান মিয়া, পিতা-মৃত কালা মিয়া, গ্রাম-মানরা, ডাকঘর-শশীদল, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, গেজেট নং-৬৬৫৩; ২২. জহিরুল ইসলাম ভূঁইয়া, পিতা মো. নেয়াজ আলী ভূঁইয়া, গ্রাম-গৌরাংগুলা, ডাকঘর-বিদ্যানগর, উপজেলা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,

See also  আবারও পেছাল বিপিএল

গেজেট নং-৪২৯০; ২৩. আপেল মাহমুদ, পিতা-এম.এ রহমান, গ্রাম-মুন্সীপাড়া, ডাকঘর-সোনারচর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, গেজেট নম্বর-৭; ২৪. কৃষ্ণা সাহা, পিতা-যোগেশ চন্দ্র চক্রবর্তী, গ্রাম-কুমিল্লা রোড, ডাকঘর-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, গেজেট নম্বর-২৮৬; ২৫. গীতশ্রী চৌধুরী, পিতা-মৃত অসিত রঞ্জন চৌধুরী, কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ রোড, ডাকঘর-কুমিল্লা সদর, উপজেলা-কুমিল্লা সদর, জেলা-কুমিল্লা,

গেজেট নম্বর-২১৭; ২৬. শিপ্রা রানী সাহা, পিতা-মনীন্দ্র কুমার সাহা, গ্রাম-মনিপুর, ডাকঘর-চৌমুহনী, উপজেলা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, গেজেট নম্বর-২৮৮; ২৭. মো. আব্দুল মালেক, পিতা-মৃত মো. রৌশন আলী, গ্রাম-বাবুটিপাড়া, ডাকঘর-ইলিয়টগঞ্জ, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, গেজেট নম্বর-২৬৯৩; ২৮. মো. মুকবুল হোসেন মুকুল, পিতা-মো. রফিজ মিয়া, গ্রাম-ইসলামপুর, ডাকঘর-কুমিল্লা সদর, উপজেলা-কুমিল্লা আদর্শ, জেলা-কুমিল্লা, ২৯. মো. মিনহাজুল ইসলাম, পিতা-মো. রশিদ আহম্মেদ, গ্রাম-বাশপর, ডাকঘর-কেনেল পাড়, উপজেলা-বরুড়া, জেলা-কুমিল্লা,

বেসামরিক গেজেট নং-৬৬০১; ৩০. মো. মোজাফফর আহম্মদ, পিতা-মৃত আব্দুল মজিদ প্রধান, গ্রাম-মনিপুর, ডাকঘর-মনিপুর, উপজেলা-হোমনা, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬৫৫৯ এবং ৩১. মো. আবুল কাশেম (মো. আবুল কালাম আজাদ) পিতা-আলিম উদ্দিন, গ্রাম-হটাশ, ডাকঘর-বাংগরা বাজার, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৭৪৬৮।

জামুকার কর্মকর্তারা বলছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য মুক্তিযোদ্ধা ডেটাবেজ তৈরি করা হবে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা যেমন সম্মান পাবেন, তেমনি দীর্ঘদিন ধরে চলা ভুয়া সনদধারীদের অবৈধ সুযোগ-সুবিধা বন্ধ হবে।

শুনানির ফলাফল যাচাই করে পরবর্তী পদক্ষেপ হিসেবে সনদ বাতিল, গেজেট সংশোধন কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

কুমিল্লায় ভূয়া মুক্তিযুদ্ধা অভিযোগ ওঠা ৩১ জনের সনদ যাচাইয়ে শুনানি আজ

২ জুন ২০২৫, ২:৪৬

বিশেষ প্রতিনিধিঃ

ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এরই অংশ হিসেবে আজ রোববার (২ জুন) কুমিল্লা সার্কিট হাউজে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপের শুনানি। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৩১ জন মুক্তিযোদ্ধা সনদধারীর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

জেলা প্রশাসনের মাধ্যমে আগেই সংশ্লিষ্টদের শুনানিতে অংশ নিতে চিঠি দিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। শুনানিতে অংশ নিচ্ছেন অভিযোগকারী, অভিযুক্ত ব্যক্তি বা তাদের স্বজন, স্থানীয় প্রবীণ ব্যক্তি এবং সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের প্রতিনিধিরা। প্রত্যেককে মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনা ও প্রমাণাদি উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।

জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন জানান, “ঢাকায় বসে কারো মুক্তিযোদ্ধা সনদ যাচাই করা সম্ভব নয়। এজন্যই আমরা মাঠ পর্যায়ে এসে যাচাইয়ের উদ্যোগ নিয়েছি। আজ কুমিল্লায় যাচ্ছি, যেখানে প্রত্যক্ষ সাক্ষ্য ও তথ্যপ্রমাণ বিশ্লেষণ করা হবে।”

জামুকা সদস্য খ. ম. আমীর আলী বলেন, “সব সরকার এসে শুধু সনদ দিয়েছে। কিন্তু কে প্রকৃত মুক্তিযোদ্ধা, তা কখনো খতিয়ে দেখা হয়নি। আমরা সেই কাজটাই করছি, যাতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, সারা দেশে প্রায় ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। তবে জামুকার অভ্যন্তরীণ হিসাবে এই সংখ্যা ১ লাখ ২২ হাজার ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫০ জন। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন প্রায় ৮৯ হাজার ২৩৫ জন।

গত ১৫ বছরে গেজেট বাতিল হয়েছে ৩ হাজার ৯২৬ জনের। ১২ বছর ৬ মাস বয়সের কম হওয়ায় ২ হাজার ১১১ জনের সনদ বাতিল হয়েছে। যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে আরও হাজারো অভিযোগ।

কুমিল্লায় অভিযোগ ওঠা যে ৩১ জনের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে তারা হলেন ১. মো. সিরাজুল ইসলাম, পিতা-মৃত রহমত আলী, গ্রাম-কোয়ার, ডাকঘর-চানপাও, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬৪০৪;
২. মো. সিরাজুল ইসলাম, পিতা-মৃত জমির উদ্দিন, গ্রাম-বাংলাপাহ, ডাকঘর-খিরন শালা বাজার, উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা,

See also  ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বেসামরিক গেজেট নং-৬৬৪৯; ৩. মো. পেয়ার মিয়া, পিতা-মৃত মুন্সি মিয়া, গ্রাম-মেষতুলি, ডাকঘর-মেষতুলি, উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৭৬০৪; ৪. মো. হাবিবুর রহমান, পিতা-মৃত রেহান উদ্দিন, গ্রাম-মেষতুলি, ডাকঘর-উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৫৮৬৮; ৫. মো. আব্দুর রহিম, পিতা-মৃত আবিদ আলী, গ্রাম-পূর্ব ধারঘর, ডাকঘর-রায়কোট, উপজেলা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-২০৬৪; ৬. মো. আব্দুল কাদের, পিতা-মৃত আ. হামিদ, গ্রাম-চেংগাঁচাল, ডাকঘর-আড্ডাবাজার, উপজেলা-বরুড়া, জেলা-কুমিল্লা।

বেসামরিক গেজেট নং-৮৪৪; ৭. মো. ওয়াহিদুর রহমান, পিতা-মৃত আলী আজম, গ্রাম-যশপুর, ডাকঘর মেষতুলি, উপজেলা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা; ৮. মো. জব্বার আলী, পিতা-মৃত আলীমুদ্দিন, গ্রাম-দারোরা, ডাকঘর-দারোরা, উপজেলা- চান্দিনা, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৭০২৮; ৯. আব্দুল হামিদ, পিতা-মৃত ছাদেকুর রহমান, গ্রাম-মিশ্রী কাজী বাড়ী, ডাকঘর-লাকসাম, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৭৪৬৭; ১০. মো. রমজান আলী, পিতা-মৃত রৌশন আলী, গ্রাম-শ্রীপুর, ডাকঘর-লাকসাম, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৭৫৬৬; ১১. মো. নুরুল হক মজুমদার, পিতা-মৃত শামসুল হক মজুমদার, গ্রাম-পোলইয়া, ডাকঘর-ইকবালনগর, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬৫৫৬; ১২. বিনোদ বিহারী, পিতা-মৃত জগবন্ধু সাহা, গ্রাম-পশ্চিমগাঁও, ডাকঘর-পশ্চিমগাঁও, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা,

বেসামরিক গেজেট নং-৬৪৭৯; ১৩. মো. শহিদ উল্লাহ, পিতা-মৃত আজিজ উল্লাহ, গ্রাম-নরপাটি, ডাকঘর-ডোমবাড়িয়া, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬২৩৪; ১৪. ডা. ফয়েজ আহম্মদ, পিতা-মৃত হাজী আছমত আলী, গ্রাম-কমড্ডা, ডাকঘর-আউসনপাড়া, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬৭৬২; ১৫. বশিরুল আনোয়ার, পিতা-মৃত বালাগাত উল্যাহ, গ্রাম-বড়তুপা, ডাকঘর-বুরিয়াবিষ্ণুপুর, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬৩৪২; ১৬. মোমতাজ উদ্দিন, পিতা-মৃত রজব আলী, গ্রাম-অশ্বতলা, ডাকঘর-পশ্চিমগাঁও, উপজেলা-লাকসাম, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬২২৫; ১৭. মোহাম্মদ জব্বার আলী, পিতা-মৃত আলীমুদ্দিন, গ্রাম-পদুয়া, ডাকঘর-দারোরা বাজার, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা; ১৮. মো. মোবারক হোসেন, পিতা-মৃত আব্দুর রহমান, গ্রাম-কাচারীকাান্দি, ডাকঘর-হোমনা, উপজেলা-হোমনা, জেলা-কুমিল্লা,

বিমানবাহিনী গেজেট নং-৮৩৫; ১৯. মো. আবুল কাশেম প্রধান, পিতা-মৃত আব্দুর রাজ্জাক, গ্রাম-রামপুর, ডাকঘর-দরিচর, উপজেলা-হোমনা, জেলা-কুমিল্লা, গেজেট নং-৩০৭৪; ২০. হেলেনা বেগম, পিতা-আব্দুর রশিদ, গ্রাম-চান্দলাহুড়ারপাড়, ডাকঘর-চান্দলা, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা: কুমিল্লা, গেজেট নং-৫২০৩; ২১. মো. রব্বান মিয়া, পিতা-মৃত কালা মিয়া, গ্রাম-মানরা, ডাকঘর-শশীদল, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, গেজেট নং-৬৬৫৩; ২২. জহিরুল ইসলাম ভূঁইয়া, পিতা মো. নেয়াজ আলী ভূঁইয়া, গ্রাম-গৌরাংগুলা, ডাকঘর-বিদ্যানগর, উপজেলা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,

See also  হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গেজেট নং-৪২৯০; ২৩. আপেল মাহমুদ, পিতা-এম.এ রহমান, গ্রাম-মুন্সীপাড়া, ডাকঘর-সোনারচর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, গেজেট নম্বর-৭; ২৪. কৃষ্ণা সাহা, পিতা-যোগেশ চন্দ্র চক্রবর্তী, গ্রাম-কুমিল্লা রোড, ডাকঘর-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, গেজেট নম্বর-২৮৬; ২৫. গীতশ্রী চৌধুরী, পিতা-মৃত অসিত রঞ্জন চৌধুরী, কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ রোড, ডাকঘর-কুমিল্লা সদর, উপজেলা-কুমিল্লা সদর, জেলা-কুমিল্লা,

গেজেট নম্বর-২১৭; ২৬. শিপ্রা রানী সাহা, পিতা-মনীন্দ্র কুমার সাহা, গ্রাম-মনিপুর, ডাকঘর-চৌমুহনী, উপজেলা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, গেজেট নম্বর-২৮৮; ২৭. মো. আব্দুল মালেক, পিতা-মৃত মো. রৌশন আলী, গ্রাম-বাবুটিপাড়া, ডাকঘর-ইলিয়টগঞ্জ, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, গেজেট নম্বর-২৬৯৩; ২৮. মো. মুকবুল হোসেন মুকুল, পিতা-মো. রফিজ মিয়া, গ্রাম-ইসলামপুর, ডাকঘর-কুমিল্লা সদর, উপজেলা-কুমিল্লা আদর্শ, জেলা-কুমিল্লা, ২৯. মো. মিনহাজুল ইসলাম, পিতা-মো. রশিদ আহম্মেদ, গ্রাম-বাশপর, ডাকঘর-কেনেল পাড়, উপজেলা-বরুড়া, জেলা-কুমিল্লা,

বেসামরিক গেজেট নং-৬৬০১; ৩০. মো. মোজাফফর আহম্মদ, পিতা-মৃত আব্দুল মজিদ প্রধান, গ্রাম-মনিপুর, ডাকঘর-মনিপুর, উপজেলা-হোমনা, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৬৫৫৯ এবং ৩১. মো. আবুল কাশেম (মো. আবুল কালাম আজাদ) পিতা-আলিম উদ্দিন, গ্রাম-হটাশ, ডাকঘর-বাংগরা বাজার, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বেসামরিক গেজেট নং-৭৪৬৮।

জামুকার কর্মকর্তারা বলছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য মুক্তিযোদ্ধা ডেটাবেজ তৈরি করা হবে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা যেমন সম্মান পাবেন, তেমনি দীর্ঘদিন ধরে চলা ভুয়া সনদধারীদের অবৈধ সুযোগ-সুবিধা বন্ধ হবে।

শুনানির ফলাফল যাচাই করে পরবর্তী পদক্ষেপ হিসেবে সনদ বাতিল, গেজেট সংশোধন কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।