
বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর ছোট ভাই ও আলোচিত মীর মুগ্ধ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রফিকুল ইসলাম অশ্রু অবশেষে গ্রেফতার হয়েছেন।
রোববার (১ জুন) রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম অশ্রুর বিরুদ্ধে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম এবং দক্ষিণখান থানায় একাধিক হত্যা, অস্ত্র ও অন্যান্য অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। মীর মুগ্ধ হত্যা মামলায় তার বিরুদ্ধে সরাসরি গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গত জুলাই মাসে একটি রাজনৈতিক আন্দোলনের সময় উত্তরা এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ওপর গুলি চালান অশ্রু। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং বহু মানুষ আহত হন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম অশ্রু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তে নতুন মাত্রা যোগ করবে। তাকে আজ (২ জুন) আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, রফিকুল ইসলাম অশ্রুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি বিভিন্ন সময় গোপন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। তবে অবশেষে গোয়েন্দা নজরদারির ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
পুলিশের ধারণা, অশ্রুর গ্রেফতারের মাধ্যমে শুধু মীর মুগ্ধ হত্যা মামলাই নয়, তার সম্পৃক্ত অন্যান্য অপরাধের তদন্তেও গতি আসবে।
Reporter Name 













