চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা উপজেলার একজন ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে ভরণ-পোষণ না দেয়ার অভিযোগ উঠেছে। সংসার খরচ চাইলে শারীরিক নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ। ভুক্তভোগী ওই গৃহবধূর নামা জোবেদা আক্তার। তিনি উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহিদ হাসান বিল্লাল এর তৃতীয় স্ত্রী। বিল্লাল মহিচাইল উত্তর পাড়ার মরহুম মনিরুল হক মনু মিয়ার ছেলে। রবিবার (১ জুন) বিকেলে চান্দিনা হাই স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন ভুক্তভোগী স্ত্রী। এবিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালে মহিচাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের তৎকালীন মেম্বার জাহিদ হাসান বিল্লাল এর সাথে ডিভোর্স প্রাপ্ত ২ সন্তানের জননী জোবেদা আক্তারের বিয়ে হয়। মহিচাইল বাজারে জয়নাল মার্কেটের দ্বিতীয় তলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তারা। আগের সংসারের দুটি সন্তান ছিলো জোবেদার। বিয়ের পর তাদের ভরণ-পোষণের দায়িত্বও নিবেন- এমন প্রতিশ্রুতি দেয় জাহিদ হাসান বিল্লাল। কিন্তু বিয়ের পর কয়েক বছর ভালভাবে চললেও গত দুই বছর ধরে তাদের ভরণ-পোষণ না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল ওই মেম্বার। এদিকে, বিল্লাল মেম্বার তার তালাক দেওয়া দ্বিতীয় স্ত্রীর সাথে গ্রামের বাড়িতে অবৈধভাবে সংসার করছে বলে দাবি করেন তৃতীয় স্ত্রী। এবিষয়ে খবর নিতে গেলে তালাক প্রাপ্ত স্ত্রী ও তার ছোট ভাই জোবেদাকে শারিরীক ভাবে নির্যাতন করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।...