Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ৫:৫৪ এ.এম

চান্দিনায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান -এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চান্দিনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (৩০ মে) চান্দিনা বিএনপির কার্যালয় ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ মো. আলমগীর খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের এবং পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হাজী মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জিয়াউর রহমানের দেশের জন্য অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সাহসী ভূমিকা এবং জাতির প্রতি তাঁর অঙ্গীকার নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানসহ শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন