
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১২টি পয়েন্টকে চিহ্নিত করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ঈদুল ফিতরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের কোরবানির ঈদে যাত্রী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করবে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো।
রোববার (১ জুন) কুমিল্লা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জানানো হয়, ঈদযাত্রায় যানজট নিরসনে গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা বাজার (বাগুড়), নিমসার, কংশনগর, ময়নামতি ক্যান্টনমেন্ট মোড়, আলেখার চর, পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী, কোটবাড়ী ইউটার্ন ও চৌদ্দগ্রাম বাজার—এই ১২টি এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল আলম জানান, মহাসড়কের ২৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা অংশের ১২টি পয়েন্টকে অধিক গুরুত্ব দিয়ে নজরদারি বাড়ানো হবে। চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিশেষ টিম কাজ করবে বলেও জানান তিনি।
সভায় আরও জানানো হয়, পশুবাহী ট্রাকে যেন চাঁদাবাজি না হয়, কিংবা যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়—সে লক্ষ্যে মাঠে থাকবে বিশেষ পর্যবেক্ষক দল। পরিবহনমালিকদের স্ট্যান্ডে ভাড়ার তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কের ওপর যাত্রী ওঠানামা বন্ধে চালক ও শ্রমিকদের আগেভাগে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে।
সড়কে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরাও কাজ করবে বলে সভায় জানান সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহবুব তাজ।
সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা, বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া, পরিবহন গ্রুপের মহাসচিব জলিস আব্দুর রব, পরিবহন নেতা মো. ইদ্রিস মিয়া ও মোহাম্মদ আলী হোসেন, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসন আশাবাদী, সম্মিলিত এই উদ্যোগের মাধ্যমে কুমিল্লার মহাসড়কে এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ।
Reporter Name 












