Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ৫:০৮ এ.এম

চান্দিনায় ডাকাত চক্রের সাত সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার, পালিয়েছে আরও কয়েকজন

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১১টার দিকে চান্দিনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খানবাড়ি এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর তত্ত্বাবধানে এসআই মো. রায়হান হোসেন এবং এসআই মো. ইমাম হোসেনের নেতৃত্বাধীন একটি বিশেষ টিম। আটককৃতরা হলেন; হুমায়ুন কবির ওরফে জুয়েল (৪৫), তিতাস উপজেলার গোপালপুর ব্যাপারী বাড়ির বাসিন্দা। আব্দুল আজিজ, বাঞ্ছারামপুরের উজানচর এলাকার বাসিন্দা। খাইরুল ইসলাম ওরফে পারভেজ, দাউদকান্দি উপজেলার তালতলী গ্রামের বাসিন্দা। মাসুদ রানা, কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের বাসিন্দা। হাসান খান, ফরিদপুর সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর (আটারশি দরবার) এলাকার বাসিন্দা।‌ মোহর আলী, সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের ঘোলঘর গ্রামের বাসিন্দা। নজরুল ইসলাম খান, চান্দিনা পৌরসভার খানবাড়ি এলাকার বাসিন্দা ও অভিযুক্ত ফ্ল্যাটটির মালিক। চান্দিনা থানার ওসি জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই ফ্ল্যাটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়। এছাড়া, আরও চার থেকে পাঁচজন দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর: ২৪, তারিখ: ৩০/০৫/২০২৫) দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. ইমাম হোসেনকে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মহাসড়কসহ কুমিল্লা জেলার বিভিন্ন...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন