চান্দিনা মেইল অনলাইনঃ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। বুধবার সকালে পিজি হাসপাতাল প্রিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি একথা বলেন। বুধবার সকাল সাড়ে ৯টায় কারামুক্তির পর জামায়াতে ইসলামীর আয়োজনে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত শোকরানা সমাবেশে বক্তব্য রাখেন এটিএম আজহার। কারামুক্তির জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে তিনি উপস্থিত জনতাকে সালাম ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এতদিন আদালতে ন্যায়বিচার অনুপস্থিত ছিল এবং তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যেন জনগণ ন্যায়বিচার পায়। নিজের আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এটিএম আজহার বলেন, তাদের তথ্যভিত্তিক ও যুক্তিতর্ক উপস্থাপনার মাধ্যমেই তার মুক্তি সম্ভব হয়েছে। এছাড়া, '৩৬শে জুলাই মহা বিপ্লবের নায়কদের' প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, তাদের কারণেই "স্বৈরাচার ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছে"। যারা তার জন্য দোয়া করেছেন ও মানত করেছেন, সবার প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এটিএম আজহার জামায়াতের সাবেক আমির মরহুম গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা সাঈদীসহ শীর্ষ নেতাদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকেও স্মরণ করেন। তিনি বলেন, "এসব নেতাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক। নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।" এটিএম আজহার প্রশ্ন...