চান্দিনা মেইল অনলাইনঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালাস দেওয়ার পর জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর কাকরাইলের আইডিইবি মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। দল হিসেবেও আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।" [caption id="attachment_1479" align="aligncenter" width="391"] ছবি- সংগৃহীত[/caption] জামায়াতের আমির দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, "জাতির অনেকগুলো বার্নিং ইস্যু এখনো আনরিজার্ভড। এখানে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজন জনগণের স্বার্থকে যেন সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।" তিনি আরও অঙ্গীকার করেন, "আমরা কথা দিচ্ছি, আল্লাহর একান্ত ইচ্ছায়, দেশবাসীর সমর্থন পেয়ে দেশের সেবা করার দায়িত্ব পেলে প্রতিশোধের রাজনীতি ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাবো। সমাজ থেকে বৈষম্য দূর করতে জনগণকে সঙ্গে নিয়ে সবটুকু দিয়ে চেষ্টা করবো।" এ টি এম আজহারুল ইসলামের রায় নিয়ে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমি আল্লাহর দরবারে লাখ লাখ শোকর আদায় করছি। আমরা দীর্ঘদিন এমন একটি রায়ের জন্য অপেক্ষা করছিলাম। আজ আল্লাহ আমাদের...