চান্দিনা মেইল অনলাইনঃ বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া আগামী ৬ জুন, শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই তারিখ ঘোষণা করা হয়। মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইন্দোনেশিয়ার ঘোষণার পর এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি জোরদার হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই দেশগুলোও ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গত সপ্তাহেই পূর্বাভাস দিয়েছিলেন যে, ২৭ মে সন্ধ্যার পর আমিরাতের আকাশে চাঁদ দিগন্ত রেখার ওপর প্রায় ৩৮ মিনিট অবস্থান করবে, যা চাঁদ দেখাকে সহজ করবে। তার এই বিশ্লেষণ যদি সঠিক হয়, তবে আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও আগামী ৬ জুন ঈদ উদযাপিত হবে। উল্লেখ্য, আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। মুসলিম বিশ্বে এটি ত্যাগের মহিমা ও আত্মত্যাগের প্রতীক হিসেবে পালিত হয়।