Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৫, ৯:০২ পি.এম

অস্ত্র চালানো, ফাইটসহ বেশকিছু প্রশিক্ষণ নিতে হয়েছে: বাঁধন

চান্দিনা মেইল অনলাইনঃ জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, যিনি ছাত্র আন্দোলন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজপথে সাধারণ মানুষের পক্ষে সব সময় সোচ্চার ছিলেন, এবার ঈদে সম্পূর্ণ নতুন এক রূপে দর্শকদের সামনে আসছেন। সানি সানোয়ার পরিচালিত তার নতুন সিনেমা 'এশা মার্ডার'-এ তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রের জন্য তাকে নিতে হয়েছে ব্যাপক প্রস্তুতি, যার মধ্যে ছিল অস্ত্র চালানো এবং ফাইট প্রশিক্ষণ। বাঁধন জানান, তার দীর্ঘ অভিনয় জীবনে এটিই প্রথম পুলিশ অফিসারের চরিত্র। তিনি বলেন, "এত বছরের ক্যারিয়ারে কখনো পুলিশ অফিসারের চরিত্রে আমি অভিনয় করিনি। এটি একটি নারীপ্রধান গল্প। আমাদের সমাজে একটা ধারণা আছে যে পুলিশ অফিসার মানেই পুরুষ। এই চিরাচরিত ধারণার বাইরে গিয়ে আমাকে এই চরিত্রের জন্য নির্বাচন করায় আমি নির্মাতা সানি সানোয়ার ভাইয়ের কাছে কৃতজ্ঞ।" চরিত্রটি রূপায়ণ সহজ ছিল না উল্লেখ করে বাঁধন বলেন, "চ্যালেঞ্জ তো ছিলই, বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ। একজন হঠাৎ করেই তো আর পুলিশ অফিসার হতে পারে না! চরিত্রটি জীবন্ত করে তুলতে অস্ত্র চালানো, ফাইটসহ বেশ কিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে। সব মিলিয়ে এটা বেশ চ্যালেঞ্জিং চরিত্র ছিল এবং আমি মনে করি আমি সেটা সফলভাবে উতরে যেতে পেরেছি।" বর্তমানে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। ঈদে আরও কয়েকটি সিনেমার সঙ্গে 'এশা মার্ডার' মুক্তি পাওয়ার কথা রয়েছে। বাঁধন এই নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি আশা করছেন, দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখবেন এবং তার নতুন...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন