বিশেষ প্রতিনিধিঃ চান্দিনা পৌরসভার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা সেবনের দায়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৫ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আল নুর। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই যৌথ অভিযানে সেনাবাহিনী, আনসার এবং চান্দিনা থানা পুলিশ সহযোগিতা করে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন অটল রয়েছে।