বিশেষ প্রতিনিধিঃ সেবার মানোন্নয়ন ও রাজস্ব আদায়ে ভূমিকা রাখবে এ আয়োজন। সাধারণ নাগরিকদের ভূমিসেবা গ্রহণকে সহজতর করা এবং সরকারের রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা-২০২৫”। ২৫ থেকে ২৭ মে পর্যন্ত চলবে এ মেলা। শনিবার (২৫ মে) সকাল ১০টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল আল নুর, সহকারী কমিশনার (ভূমি), চান্দিনা, কুমিল্লা। উদ্বোধনী পর্বে অতিথিরা মেলার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং নিজে থেকে সেবা প্রদান কার্যক্রমে অংশ নেন। মেলায় যে সকল সেবা প্রদান করা হচ্ছে তার মধ্যে রয়েছে: অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারি গ্রহণ, লিজ নবায়ন ফি আদায়, ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, জনসচেতনতামূলক সভা, ভূমিসেবা সংক্রান্ত অডিও-ভিডিও প্রদর্শনী, সাধারণ জনগণের ভূমি সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রদান, অনলাইন সেবা বিষয়ক লিফলেট ও বই বিতরণ, খোলা মঞ্চে যেকোনো ভূমি সংক্রান্ত জিজ্ঞাসা উপস্থাপন, সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সেমিনার। উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, “ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি মেলা তারই একটি অংশ। এই উদ্যোগের মাধ্যমে জনগণের ভোগান্তি কমবে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।” সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন, “ভূমি সেবার ডিজিটাল রূপান্তর এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।...