Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৫, ৯:১৬ পি.এম

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমীর হামজাকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করল জামায়াত

চান্দিনা মেইল অনলাইনঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মুফতি আমীর হামজা। রবিবার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তার মনোনয়ন ঘোষণা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “কুষ্টিয়া-৩ আসনের প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে প্রায় ৩০০ আসনের অধিকাংশ প্রার্থী ঘোষণা সম্পন্ন হয়েছে। সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াতে ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না।” মুফতি আমীর হামজা সম্পর্কে তিনি বলেন, “এই আসনের প্রার্থী শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত একজন ব্যক্তি।” জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ. কে. এম. আলী মহসীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি সেলিম রেজা এবং জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন