বিশেষ প্রতিনিধিঃ আজ শনিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে একটি জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারকে দেওয়া তিনটি প্রধান দায়িত্ব—নির্বাচন, সংস্কার ও বিচার—নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি ও কর্মসূচি দিয়ে সরকারের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ মনে করে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সুষ্ঠু নির্বাচন ও বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্য এখন সবচেয়ে জরুরি। সরকার জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনা হবে এবং সরকারের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হবে। পাশাপাশি যদি কেউ ইচ্ছাকৃতভাবে সরকারের দায়িত্ব পালনে বাধা দেয় বা বিদেশি ষড়যন্ত্রের অংশ হয়, তাহলে সরকার তা জনগণের সামনে তুলে ধরবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদ আরও বলেছে, জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে গঠিত এই সরকার সব চাপ উপেক্ষা করেই তার দায়িত্ব পালন করে যাচ্ছে।