সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

চাপের মাঝেও দায়িত্বে অটল ড. ইউনূস সরকার

বিশেষ প্রতিনিধিঃ

আজ শনিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে একটি জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারকে দেওয়া তিনটি প্রধান দায়িত্ব—নির্বাচন, সংস্কার ও বিচার—নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি ও কর্মসূচি দিয়ে সরকারের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

এই পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ মনে করে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সুষ্ঠু নির্বাচন ও বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্য এখন সবচেয়ে জরুরি।

সরকার জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনা হবে এবং সরকারের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হবে। পাশাপাশি যদি কেউ ইচ্ছাকৃতভাবে সরকারের দায়িত্ব পালনে বাধা দেয় বা বিদেশি ষড়যন্ত্রের অংশ হয়, তাহলে সরকার তা জনগণের সামনে তুলে ধরবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

উপদেষ্টা পরিষদ আরও বলেছে, জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে গঠিত এই সরকার সব চাপ উপেক্ষা করেই তার দায়িত্ব পালন করে যাচ্ছে।

See also  চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

চাপের মাঝেও দায়িত্বে অটল ড. ইউনূস সরকার

২৪ মে ২০২৫, ৬:১৪

বিশেষ প্রতিনিধিঃ

আজ শনিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে একটি জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারকে দেওয়া তিনটি প্রধান দায়িত্ব—নির্বাচন, সংস্কার ও বিচার—নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি ও কর্মসূচি দিয়ে সরকারের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

এই পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ মনে করে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সুষ্ঠু নির্বাচন ও বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্য এখন সবচেয়ে জরুরি।

সরকার জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনা হবে এবং সরকারের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হবে। পাশাপাশি যদি কেউ ইচ্ছাকৃতভাবে সরকারের দায়িত্ব পালনে বাধা দেয় বা বিদেশি ষড়যন্ত্রের অংশ হয়, তাহলে সরকার তা জনগণের সামনে তুলে ধরবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

উপদেষ্টা পরিষদ আরও বলেছে, জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে গঠিত এই সরকার সব চাপ উপেক্ষা করেই তার দায়িত্ব পালন করে যাচ্ছে।

See also  অবস্থা 'অপরিবর্তিত' এখনও 'শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া