Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৪:২৭ পি.এম

কুমিল্লা-৭ চান্দিনা আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

আবু সাঈদঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা-৭ চান্দিনা আসনে উপজেলা নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৩ মে) উপজেলার জরুরি রুকন বৈঠকে এই সিদ্ধান্ত জানিয়েছে সংগঠন'টি৷ এর আগে ২০১৪ সালের উপজেলা নির্বাচনে মাওলানা মোশাররফ হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এসময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় শূরা ও কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর মাওলানা কাজী দ্বীন মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন, সহকারী সেক্রেটারি লোকমান হেকিম ভূঁইয়া, এডভোকেট সাইফুল আলম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন