সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

চান্দিনায় গাছে ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, ধোঁয়াশা এলাকায়

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া দক্ষিণ বাজার সংলগ্ন জুরপুকুরিয়া-কাশিমপুর সড়কের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

সকালে স্থানীয়রা মাধাইয়া দক্ষিণ বাজার হয়ে জুরপুকুরিয়া-কাশিমপুর সড়কের ব্রিজের কাছে কাশিমপুর বেপারী বাড়ির খালের পাশে একটি গাছের সাথে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। স্থানীয়রা জানান, ওই ব্যক্তিকে এর আগে কখনো এলাকায় দেখা যায়নি এবং কেউ তার নাম-পরিচয় বলতে পারছেন না।

লাশ উদ্ধারের পর থেকেই এলাকায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যাকারীরা লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার রূপ দিতে চাইছে। আবার কেউ কেউ মনে করছেন, ব্যক্তিটি হয়তো কোনো ব্যক্তিগত কারণে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় এলাকায় এক ধরনের ধোঁয়াশা ও আতঙ্ক বিরাজ করছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। তিনি বলেন, “এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে এবং একই সাথে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের পরই এই রহস্যের জট খুলবে বলে আশা করা হচ্ছে।

See also  চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

চান্দিনায় গাছে ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, ধোঁয়াশা এলাকায়

২৩ মে ২০২৫, ৯:০৩

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া দক্ষিণ বাজার সংলগ্ন জুরপুকুরিয়া-কাশিমপুর সড়কের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

সকালে স্থানীয়রা মাধাইয়া দক্ষিণ বাজার হয়ে জুরপুকুরিয়া-কাশিমপুর সড়কের ব্রিজের কাছে কাশিমপুর বেপারী বাড়ির খালের পাশে একটি গাছের সাথে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। স্থানীয়রা জানান, ওই ব্যক্তিকে এর আগে কখনো এলাকায় দেখা যায়নি এবং কেউ তার নাম-পরিচয় বলতে পারছেন না।

লাশ উদ্ধারের পর থেকেই এলাকায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যাকারীরা লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার রূপ দিতে চাইছে। আবার কেউ কেউ মনে করছেন, ব্যক্তিটি হয়তো কোনো ব্যক্তিগত কারণে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় এলাকায় এক ধরনের ধোঁয়াশা ও আতঙ্ক বিরাজ করছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। তিনি বলেন, “এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে এবং একই সাথে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের পরই এই রহস্যের জট খুলবে বলে আশা করা হচ্ছে।

See also  ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা