বিশেষ প্রতিনিধিঃ সাইবার প্রতারকরা নিত্যনতুন কৌশলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে সর্বস্বান্ত করছে। সম্প্রতি 'পুলিশ পরিচয়ে' মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে প্রতারণার এক ভয়াবহ চক্র সক্রিয় হয়ে উঠেছে। শাহরিয়ার আলম (৩৮) এবং তানিয়া আহমেদের মতো অনেকেই এই প্রতারণার শিকার হয়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। শাহরিয়ারের ভয়াবহ অভিজ্ঞতা- মে মাসের প্রথম দিকে শাহরিয়ার আলমের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। প্রোফাইলে পুলিশের পোশাক পরা ছবি দেখে কিছুটা ভয় পেয়ে তিনি ফোন ধরেন। অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে এসআই ফারুক পরিচয় দিয়ে জানান, শাহরিয়ারের মোবাইল নম্বর পুলিশের সার্ভারে ঢুকে গেছে এবং সার্ভার থেকে নম্বরটি ডিলিট করতে হবে। কোনো অপরাধ না করেও কেন তার নম্বর পুলিশের সার্ভারে গেল, এই প্রশ্ন করলে এসআই পরিচয় দেওয়া ব্যক্তি তাকে একটি কোড মোবাইলে চাপতে বলেন। কোডটি চাপার সঙ্গে সঙ্গেই শাহরিয়ারের মোবাইলের পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকের হাতে। এরপর সেই ব্যক্তি শাহরিয়ারকে এক ঘণ্টা মোবাইল বন্ধ রাখতে বলেন। শাহরিয়ার মোবাইল বন্ধ করে চালু করার পর দেখেন, ততক্ষণে তার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। প্রতারকরা তার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনসহ অনেকের সঙ্গে যোগাযোগ করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আহমেদও একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। ক্লাস করার সময় তার হোয়াটসঅ্যাপ নম্বরে এসপি পরিচয় দিয়ে ফোন করেন এক ব্যক্তি। প্রোফাইলে পুলিশের পোশাক পরা ছবি ছিল। নিজেকে এসপি জসিম পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানান, তানিয়ার মোবাইল নম্বর...