চান্দিনা মেইল অনলাইনঃ ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে বিটকয়েনের দর। আজ (বৃহস্পতিবার, ২২ মে) বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো মুদ্রাটির দর ছাড়িয়েছে ১ লাখ ১১ হাজার ডলার। চলতি সপ্তাহে স্থিতিশীল ভার্চুয়াল মুদ্রা স্টেবল কয়েন নিয়ন্ত্রণের কাঠামো চূড়ান্ত করতে ভোটাভুটি করে যুক্তরাষ্ট্রের সিনেট। এরপরই থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিটকয়েনের দাম। এপ্রিলের প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী সম্পূরক শুল্ক ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তখন মুদ্রাটির দর নেমে যায় ৭৫ হাজার ডলারে। এরপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিটকয়েনের দর বেড়েছে ৪৮ শতাংশ। আর চলতি বছর মুদ্রাটির দর বেড়েছে ১৯ শতাংশ।