চান্দিনা মেইল অনলাইনঃ দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝে জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ডা. শফিকুর রহমান তার পোস্টে লেখেন, "জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।" একই পোস্টে জামায়াত আমীর দেশে চলমান রাজনৈতিক 'টানাপড়েনে' ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন। তিনি লেখেন, "ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে; জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।" ডা. শফিকুর রহমান যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আরও লেখেন, "আল্লাহ তা’য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।" উল্লেখ্য, এর কিছু সময় আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও ফেসবুক পোস্টে আওয়ামী লীগের বিচারের দাবিতে সব পক্ষকে এক থাকার আহ্বান জানিয়েছিলেন।