বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরীর উদ্যোগে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে ড্রেনেজ ব্যবস্থার মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় আদর্শ সদর উপজেলার ৩ নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের দৌলতপুর হাজীবাড়ি সংলগ্ন একটি ড্রেন মেরামত কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগর আমীর ও কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু মাহবুবুর রহমান, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, ৩ নং দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক নুরুল হুদা সিদ্দিকী, ৩ নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আই আর আশিক আহমেদ শাহীন, জামাত নেতা হেলাল উদ্দিন বশির এবং সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের ফলে দৌলতপুর হাজীবাড়িসহ আশেপাশের এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।