
বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মহানগরীর আদর্শ সদর উপজেলার দক্ষিণ চর্থার গোল্ডেন টাওয়ারে একটি বিশেষ অভিযানে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি (মেইড ইন ইউএসএ) পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাতিজা সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফির (২৪) নাম উঠে এসেছে।
১৭৯/২, থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারে বুধবার (২১ মে) বিকেল ৬টার দিকে অভিযান চালানো হয়। ভবনের নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদের কক্ষের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে ওয়াফি পিস্তলটি গার্ডরুমে রেখে ভবন ত্যাগ করেন। এ সময় ওয়াফির সঙ্গে আরও দুইজন সহযোগী ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
অভিযুক্তের পরিচয় ও পূর্ব ইতিহাস পলাতক ওয়াফি গোল্ডেন টাওয়ারের ১৭৯বি/৫ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। তার পিতার নাম এএসএম মোহসিন সরকার এবং মাতার নাম নারগিস সুলতানা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওয়াফি পূর্বে আওয়ামী লীগ সমর্থক ছিলেন, কিন্তু ৫ আগস্টের পর তিনি দল পরিবর্তন করেন। এছাড়াও, ওয়াফি তার বন্ধুদের সাথে এই ভবনের ছাদে মাদক সেবন করতেন এবং তার পরিবার এই ভবনের অন্য ৩১টি পরিবারকে জিম্মি করে রেখেছে বলেও অভিযোগ উঠেছে।
চলমান তদন্ত ও আইনগত প্রক্রিয়া আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্ত্রটি কোথা থেকে এসেছে তা জানতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সেনাবাহিনী এর ২৩ বীর এবং RAB-১১ এর একটি যৌথ দল এখনো অভিযান ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Reporter Name 











