Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ১০:৫০ পি.এম

জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল: কর্নেল অলি আহমদ

চান্দিনা মেইল অনলাইনঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমেদ বুধবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগ পুনর্ব্যক্ত করেন এবং দাবি করেন যে, শেখ হাসিনা ভারতকে 'সবকিছু' দিয়েছেন। জিয়া হত্যায় শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগ এলডিপি প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, "ভারতের পছন্দের সরকার বাংলাদেশে তাদের প্রয়োজন। প্রথম তাদের পছন্দের সরকার ছিলেন শেখ মুজিবুর রহমান। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়, এ হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিলেন—আমি আগেও বলেছি।" [caption id="attachment_1403" align="aligncenter" width="463"] ছবি: সংগৃহীত[/caption] তিনি আরও যোগ করেন, "আমি আবারও বলি, হাসিনা সাজেদা চৌধুরীকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। আখাউড়া বর্ডারে ধরা পড়েন। তাদের তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে আসার ১৭-১৮ দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।" আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি অলি আহমদ মনে করেন, "আওয়ামী লীগকে শুরুতেই নিষিদ্ধ করলে দেশে বিশৃঙ্খলা কেউ করতে পারতো না। বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো দল হিসেবে দাঁড়াতে পারবে না।" ড. ইউনূসকে পরামর্শ ও চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ড. ইউনূসকে উদ্দেশ করে এলডিপি প্রেসিডেন্ট বলেন, "আপনি এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠুন। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিশেষ কোনো গোষ্ঠী যেন সুবিধা না পেয়ে এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।" তিনি ড. ইউনূসকে পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়াকে আধুনিকায়ন...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন