Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ১১:৪১ পি.এম

চান্দিনা রূপনগরে মাদকবিরোধী অভিযান, এক নারীসহ ৫ জনের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধিঃ চান্দিনা উপজেলার রূপনগর এলাকার ইমামবাড়ি নামক স্থানে আজ বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এবং আনসার বাহিনীর একটি টিম সহযোগিতা করে। অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আল নূর। অভিযানে মাদক সেবন ও বিক্রির সময় এক নারীসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে দুই বছর করে এবং বাকি দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সকলেই রূপনগর এলাকার বাসিন্দা। তারা হলেন—মৃত আব্দুল খালেকের দুই ছেলে মো. সাগর (২৫) ও মো. আলমগীর (২৮), মেয়ে শিউলি আক্তার (৩০), হাবিবুর রহমানের ছেলে মো. আকবর হোসেন সরকার (৪২), এবং মো. আব্দুল বারেকের ছেলে মো. ইয়াছিন (২০)। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে রূপনগরের মতো এলাকাগুলোতে পুনরায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন