Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৬:০৪ পি.এম

দুই দিনে গাজায় ১৪ হাজার শিশু মারা যাওয়ার শঙ্কা

চান্দিনা মেইল অনলাইন- জাতিসংঘের মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার বিবিসি রেডিও-৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ হাজার শিশু খাদ্যাভাবে মারা যেতে পারে। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য সরবরাহ চরমভাবে ব্যাহত হওয়ায় এই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রাণ প্রবেশ করলেও পৌঁছায়নি সাধারণ মানুষের কাছে ফ্লেচার জানান, গত সোমবার কিছু ত্রাণবাহী ট্রাক ইসরায়েলি সীমান্ত পার হয়ে গাজায় প্রবেশ করলেও, সেগুলোর পণ্য এখনো সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। এই ত্রাণগুলোর মধ্যে শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার ও পুষ্টিকর খাদ্য সামগ্রী রয়েছে বলে তিনি উল্লেখ করেন। [caption id="attachment_1384" align="aligncenter" width="430"] ছবি - সংগৃহীত[/caption] পাঁচটি ট্রাক 'সমুদ্রে এক ফোঁটা পানির' সমান আন্তর্জাতিক চাপের মুখে প্রায় আড়াই মাস পর সোমবার প্রথমবারের মতো গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেয় ইসরায়েল। তবে এদিন মাত্র পাঁচটি ট্রাক উপত্যকায় প্রবেশ করে। টম ফ্লেচার এই ত্রাণ সরবরাহকে "সমুদ্রে এক ফোঁটা পানির" সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, গাজার ২০ লাখেরও বেশি মানুষের জন্য এই পরিমাণ ত্রাণ একেবারেই পর্যাপ্ত নয়। গাজায় চলমান অবরোধ এবং সীমিত ত্রাণ সরবরাহের কারণে শিশুদের জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন